সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য মাদ্রাসা মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার ২ বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।
মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের কক্ষে ভোটে নির্বাচিত অভিভাবক সদস্যদেরগনে ভোটে সভাপতি নির্বাচিত হন মনিরুজ্জামান মানিক।
সভাপতির ভোটে দুজন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন। নির্বাচিত নয়জন সদস্যের মধ্যে সাত জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাত ভোটের মধ্য সাত ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।
নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মানিক জানান, মধ্য কাশিপুর মাদ্রাসাটি এ ইউনিয়নের একটি স্বনামধন্য মাদ্রাসা আজ আমি এই মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছি, মাদ্রাসাটি আমার বাড়ির পাশাপাশি হয় আমি সবসময় মাদ্রাসাটির দেখভাল করতে পারব। এছাড়া মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সদা প্রস্তুত রয়েছি।

