
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে আজ ১৬ জুন রোজ শুক্রবার বিকাল ০৪:৩০ টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে তজুমদ্দিন সিপিপি কর্তৃক ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়ায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্গকারী ঘূর্ণিঝড়ে তজুমদ্দিন উপজেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। তখন অসচেতনতার অভাবে এতাে প্রাণহানি হয়েছে। আজকে স্মাট বাংলাদেশের কারণে মানুষ অনেক সচেতন। তাই এখন ঘৃর্ণিঝড় বা প্রাকৃতিক দূর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কম হচ্ছে। বাংলাদেশকে ডিজিটাল পরবর্তীতে স্মার্ট বাংরাদেশের জন্য তা করা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।
এসময়ে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ ও তজুমদ্দিন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, তজুমদ্দিন উপজেলার ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও নিউজ মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ। ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া শেষে তজুমদ্দিন শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীদের মাঝে নগদ অর্থ ও পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.