ওমর ফারুক
অরবিন্দ পোদ্দারনলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে অনামিকা আক্তার নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামের মো: অলি ইসলামের মেয়ে অনামিকা আক্তার আদুরি নিজ কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিক্টিমকে উদ্ধার করে বলে জানা গেছে।
এ ব্যাপারে ওই বাড়ির লোকজন জানান দুপুরের মোবাইলফোনে কারো সাথে উচ্চস্বরে কথা বলছিলো। এরপর দুপুরের খাবার না খেয়েই নিজ রুমের দরজা বন্ধ করেদেয়। রাত হয়ে গেলেও দরজা না খোলায় তারা থানা পুলিশকে খবর দেয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: আতাউর রহমান জানান খবর পাওয়ার পর পরই তিনি ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও স্থানীয়দের সাথে নিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলে থাকা কলেজ ছাত্রিটিকে উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।
মৃত অনামিকা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

