
ওমর ফারুক, বার্তা সম্পাদক:
বর্তমান সময়ে চাহিদা অনুপাতে মানবিক কার্যক্রম এগিয়ে চলছে দ্রুততার সাথে। এগিয়ে চলছে মানবিক কার্যক্রম প্রতিযোগিতামূলক। স্বেচ্ছাসেবক ও তৈরি হচ্ছে মানবিক মানদণ্ডে। স্বেচ্ছাসেবী সংগঠনের সৃষ্টিতে অসহায় মানুষের উপকার হচ্ছে অনেক। অসহায় মানুষেরা পাচ্ছে মানবিক সহায়তা। ফলে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে সমাজের পরিধি।
১০ জুন ২০২৩ ইং রোজ শুক্রবার পাঁচদোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবী ফোরামের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচদোনা মোড়ে একটি অনাড়ম্বর আনুষ্ঠানিকতার সাথে।ফোরামের আহ্বায়ক হিসাবে জিনারদী উত্তরণ ক্লাবের সভাপতি মো. আজিম মিয়া এবং সদস্য সচিব মো. মানিক মিয়া, দক্ষিণ আসমান্দীচর সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. মাহমুদুল হাসান রণিকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে মোট ১১ সদস্যের আহবায়ক কমিটিও ঘোষণা করা হয়।
ফোরামের নবনির্বাচিত আহ্বায়ক মো. আজিম মিয়া এসময় বলেন, আমরা মানবিক কাজগুলো প্রতিযোগিতার সাথে করবো। ফোরাম করেছি কারো সাথে বিরোধ করার জন্য নয়। বরং সবার সাথে সমন্বয় করে মানবিক কাজগুলো এগিয়ে নেয়ার জন্য।
নবনির্বাচিত সদস্য সচিব মো. মানিক মিয়া বলেন, আমার ইউনিয়নের উন্নয়নের দায়িত্ব সমাজের সচেতন মানুষের উপর ন্যাস্ত। আমি সচেতন নাগরিক হিসাবে আমার উপরও বর্তায়। আমার ইউনিয়নে অনেক সংগঠন সঠিক নেতৃত্বের জন্য চাতকের মত চেয়ে আছে।'এসময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.