সম্পাদক
নিউজ ডেস্ক:
বড় সংগ্রহের ভীতটা গড়ে রেখেছিলেন বাংলাদেশ। সেখান থেকে তৃতীয় দিনে মাঠে নেমে এক ম্যাচের দুই ইনিংসে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত। ভুল বুঝাবুঝিতে ওপেনার জাকির রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও ক্রিজে থিতু হন শান্ত। শেষ পর্যন্ত এই টপ-অর্ডার ব্যাটারের অনবদ্য সেঞ্চুরিতে ৪৯১ রানের পাহাড়সমান লিড নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
তৃতীয় দিনে প্রথম সেশন শেষে ৪৮ ওভারে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫৫ রান। ব্যক্তিগত অপরাজিত ১১২ রানে ক্রিজে আছেন শান্ত। আর ৪৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল।
আগের দিনের এক উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন শান্ত ও জাকির। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন অপরাজিত এই দুই ব্যাটার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তায়ই পাচ্ছিল না আফগান বোলাররা।
তবে ছন্দে থাকা জাকির ভুল বুঝাবুঝিতে বিপদ ডেকে আনেন। দৌড়ে ৩ রান নিতে গিয়ে রান-আউটের ফাঁদে কাটা পড়েন এই ওপেনার। ব্যক্তিগত ৭১ রানে সাজঘরে ফিরে যান তিনি। এতে তৃতীয় দিনে প্রথম সাফল্যের দেখা পায় আফগানিস্তান।
জাকির ফিরলেও রান-রেটে তা কোনো প্রভাব পড়েনি। অপরপ্রান্তে একাই লড়াই করেছেন শান্ত। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই অনন্য এ কীর্তি গড়েন জাতীয় দলের টপ-অর্ডার এ ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি বাগিয়ে নিতে ১৩ চারে ১১৫ বল খেলেন তিনি।
এর আগে, প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দলের রানের চাক্কা সচল রেখেছিলেন শান্ত। এবার দ্বিতীয় ইনিংসেও আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি।
এর আগে, ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই বড় সংগ্রহের ভীতটা গড়ে রেখেছিলেন বাংলাদেশের দুই টপ-অর্ডার, নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। দ্বিতীয় দিনে অর্ধশতকের কোঠা পূর্ণ করা এই দুই ব্যাটারের কল্যাণে তৃতীয় দিনের প্রথম আধা ঘণ্টায় টাইগারদের লিড ৪০০ ছাড়ায়।
এরও আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই টাইগার পেসারদের সামলাতে খাবি খাচ্ছিলেন আফগান ব্যাটাররা। এক এবাদত হোসেনের পেস তোপে নাজেহাল হয়ে পড়েন ইবরাহিম জাদরান-হজরতউল্লাহ যাযাইরা। পেস তোপ সামলাতে না পেরে ১৪৬ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা। আর সে সুবাদে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড পায় ১৬৬ রানের।

