
মোঃ মুক্তাদির হোসেন (কালীগঞ্জ) গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয়,জেলা-মহানগর কমিটির বিশেষ জেলা প্রতিনিধি সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে (১৬ জুন) ডিপ্লোমা অব ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটিশন হলরোম ঢাকায়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি,জেলা -মহানগর কমিটি সক্রিয় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে বিশেষ জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠানে সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়'র সভাপতিত্বে,যুগ্ম সাধারন সম্পাদক আরিফ হোসেনের,ইসমাইল হোসেন বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিসেস উর্মী জামান,মিজানুর রহমান, বশির আহমেদ,খন্দকার আলমগীর,জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান,সেলিম মাতুবর, ডাঃ নাদিম হোসেন,আরিফ হোসেন জামাল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত,খোকন ব্যপারী, এ কে এম রুহুল আমিন সহ মহানগর সভাপতি,সাধারন সম্পাদক ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কোন নতুন তৈরী করা সংগঠন নয়,যখন দেশের মধ্যে একটি ক্লান্তি লগ্ম তৈরী হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার,জুলুম,নির্যাতন, শুরু হয়েছিল তখনই বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ২০০৭ সাল থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়ে আজ ও রাজপথে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের প্রতিটি জেলায় প্রজন্ম লীগের কমিটি আছে। সবাইকে কাদে কাদ মিলিয়ে নৌকার জন্য কাজ করে যাব। আমাদের একটিই লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করে যাব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.