
নিউজ ডেস্ক:
শুক্রবার (১৬ জুন) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।
তিনি বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে, দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.