
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৌলাদী গ্রামে জমি- জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ( ১৫) জুন বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২:৫৫ মিনিটের সময় মোঃ হাসান /খোকন শেখ (৫৫) নামের এক জন বৃদ্ধকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপুয়ে জখমের অভিযোগ উঠেছে। মোঃ খোকন শেখ জামালপুর ইউনিয়ন এর ছৌলাদী গ্রামের গ্রামের মৃত ফজলুল হক চান্দু মাস্টারের একমাত্রর পুত্র। বর্তমানে কালীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে চুপাইর গরুর হাঁটে যাওয়ার উদ্দেশ্য রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল খোকন, এমন সময় তার উঠানে একই গ্রামের শামসুল হক শেখের পুত্র মনির উজ্জামান শেখ ও তাঁর স্ত্রী নিলুফা ইয়াসমিন সহ ৫/৬ জন অজ্ঞাত লোকজন নিয়ে খোকন শেখ কে প্রানে মেরে ফেলার জন্য আকস্মিক অতর্কিত হামলা চালায় এবং এলোমেলো মারতে থাকে।
আহত খোকন শেখ বলেন,এক পর্যায়ে মনিরের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার শরীরের বিভিন্ন অঙ্গে ঘাড়, কপাল, হাতে আঘাত করে। পরবর্তীতে আমার এবং আমার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উল্লেখ্য যে, কালীগঞ্জের জামালপুর ইউনিয়নে জমি-জমা নিয়ে দ্বন্দ্ব-ফ্যাসাদ নতুন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে । জমি নিয়ে বিরোধ ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধে অতীতে কয়েক জন খুনও হয়েছেন । আহত হয়েছেন কয়েক শতাধিক ।
জনমনে প্রশ্ন জাগে, যদি কেউ সঠিক বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, আর যদি প্রশাসনের কিছু কর্মকর্তারাই পক্ষ পাতিত্ব করে, তাহলে ভুক্তভোগীরা সঠিক বিচার পাবে কোথায় ? প্রায় প্রতিদিন কোনো না কোনো গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা প্রকটভাবে দেখা দিয়েছে। এ বিষয়ে কালীগঞ্জে থানায় একটি লিখিত অভিযোগ হয়, তদন্ত কর্মকর্তা এস,আই করিম আমাদের প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.