
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়েদ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে ভােলায় বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ জুন) বিকেলে শহরের নতুন বাজার চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন ভােলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মােমতাজী এর সভাপতিত্ব বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাে. মােবাশ্বেরুল হক নাঈম,ইসলামী আন্দোলন ভােলা জেলা উত্তরের সহ-সভাপতি এম ওবায়েদ বিন মােস্তফা, মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদান কালে বক্তারা ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা এবং নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.