
স্পোর্টস ডেস্কঃ
২০০২ সালে ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপেও সেলেসাওদের ডাগআউটে ছিলেন লুইস ফিলিপ স্কলারি। গত নভেম্বর মাসে কোচিং থেকে অবসর নিয়ে ফেলেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ। তবে অবসর ভেঙে আবার কোচিংয়ে ফিরলেন ৭৪ বছর বয়সী এই কোচ।
অবশ্য কোনো দেশের হয়ে নয়, ব্রাজিলের সিরি এ ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর কোচ হিসাবে যোগ দিয়েছেন স্কলারি। ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি তার। গত বছর ছ’মাসের জন্য অ্যাথলেটিকো প্যারানায়েন্সের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ক্লাবকে কোপা লিবের্টাডোরসের ফাইনালে তুলেছিলেন। তার পরেই দায়িত্ব থেকে সরে যান অভিজ্ঞ এই কোচ।
যদিও অ্যাথলেটিকোর টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন স্কলারি। এবার সেই পদ ছেড়ে নতুন ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন তিনি। অভিজ্ঞতার ঝুলিতে ৪০ বছরেরও বেশি সময় কোচিং করিয়েছেন স্কলারি। ক্লাব ও আন্তর্জাতিক স্তরেও সাফল্যের ছোঁয়া পেয়েছেন তিনি। তবে তার কোচিংয়ে সেরা সাফল্য ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ। সেটাই ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়।
২০১৪ সালের বিশ্বকাপের আগেও স্কলারিকে কোচ করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে সেবার দেশের মাটিতে সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে হারতে হয়েছিল সেলেসাওদের। তারপর থেকে আর কোনও দেশের হয়ে কোচিং করাননি ব্রাজিলিয়ান এই কিংবদন্তি কোচ।
শুধু ব্রাজিল নয়, পর্তুগালের হয়েও ভালো সময় কেটেছে স্কলারির। পর্তুগালকে ২০০৪ সালে ইউরো কাপের ফাইনালে তুলেছিলেন স্কলারি। তবে ফাইনালে গ্রিসের কাছে হেরে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ২০০৬ বিশ্বকাপেও পর্তুগালকে সেমিফাইনালে তোলেন স্কলারি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.