
নিউজ ডেস্কঃ
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মারা গেছেন প্রসূতি মাহবুবা রহমান আঁখি। রোববার (১৮ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তার সদ্য নবজাতক ছেলে সেন্ট্রাল হাসপাতালে মারা যায়।
এদিন বিকেল ৫টার দিকে মা ও ছেলের মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
এসময় কথা হয় আঁখির স্বামী ইয়াকুব আলী সুমনের সঙ্গে। তিনি বলেন, আমার স্ত্রী ও সন্তানকে তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। ডাক্তার সংযুক্তা সাহাকে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই।
তিনি আরও বলেন, ডাক্তার সংযুক্তা সাহার আন্ডারে ভর্তি হওয়ার পরও তিনি কিভাবে এর দায় এড়াতে পারেন? আমার কাছে তথ্য প্রমাণ আছে। আমি সব দেখাতে পারব। আমি কুমিল্লার তিতাস থানা এলাকার একটি হাই স্কুলের শিক্ষক।
আজ আর তাদের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে বলে জানিয়ে ইয়াকুব আলী বলেন, আগামীকাল ময়নাতদন্ত শেষে আমার স্ত্রী ও সন্তানকে কুমিল্লার লাকসামে দাফন করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.