ওমর ফারুক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১৮ জুন সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়িতে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এক্টিভিস্তা কুড়িগ্রাম এর আয়োজনে এডভোকেসী ফর প্রমোটিং এগ্রো ইকোলজিক্যাল ইন্টারভ্যানশন উইথ এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এডভোকেসী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোছাঃ নিলুফা ইয়াছমিন যুবদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে যুব ও যুবাদের পাশাপাশি উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণটিতে ১২জন যুবা ও ৮জন যুব উপস্থিত ছিল। প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষি উৎপাদন, কিভাবে কৃষিতে যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করা যায় এ ব্যাপারে আলোচনা করা হয়। উপজেলা কৃষি অফিসার বলেন সরকারের কৃষি উন্নয়নের সাথে উদ্যোগগুলোতে আগ্রহী যুবদের সম্পৃক্ত করা যাবে। তিনি আরও জানান কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, তারা আপনাদের সুপরামর্শ দেবেন আমি মনে করি। পাশাপাশি উপজেলা কৃষি অফিসে এসে আপনাদের সেবা গ্রহণ করবেন।

