
নিউজ ডেস্ক:
রোববার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন দু’দিনের সফরে চীনে গেছেন। পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক বেইজিং সফরে গেলেন। এ সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের। খবর দ্য গার্ডিয়ানের।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক কিছুটা শীতল করতেই ব্লিঙ্কেনের এই সফর বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ব্লিঙ্কেনের এই সফরে তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিষয়গুলো হলো—সম্পর্ক মেরামত, বাণিজ্য সংঘাত কমানো এবং যুদ্ধ এড়ানো।
এ সফর সম্পর্কে অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেন, চীন সফরের প্রথম উদ্দেশ্য দুদেশের কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠা করা। যাতে দুই দেশ দায়িত্বশীলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। তিনি আরো বলেন, তীব্র প্রতিযোগিতার জন্য প্রয়োজন টেকসই কূটনীতি। তবে প্রতিযোগিতা যাতে সংঘর্ষ বা সংঘাতের দিকে না গড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে যাওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের গোয়েন্দা বেলুন শনাক্ত ও ভূপাতিতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে স্থগিত করা হয় ওই সফর।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.