
নিউজ ডেস্কঃ
তীব্র গরমে ভারতের দুই রাজ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক।
রোববার (১৮ জুন) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিহতের মধ্যে দেশটির উত্তরপ্রদেশ ৫৪ জন এবং বিহারে ৪৪ জন।
জানা গেছে, উত্তরপ্রদেশে তীব্র গরমে অসুস্থ হয়ে গত তিন দিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডায়েরিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চার শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশের বয়স ৬০ এর বেশি।
অন্যদিকে, বিহারের পরিস্থিতিও একই। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাটনা জেলাতেই ৩৫ জনের মৃত্যু হয়। ওই জেলায় শনিবার তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সবচেয়ে বেশি ৪৫ ডিগ্রি তাপমাত্রা ছিল শেখপুরা জেলায়।
তাপপ্রবাহের কারণে এই রাজ্যের সব জেলায় আগামী ২৪ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.