
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১৮ জুন সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়িতে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এক্টিভিস্তা কুড়িগ্রাম এর আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ভ্রাম্যমান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে এক্টিভিস্তা কুড়িগ্রাম এর ১৬ জন যুব ও যুবা অংশগ্রহণ করেন। ভ্রাম্যমান ক্যাম্পেইন ফুলবাড়ী উপজেলা থেকে শুরু করে শিমুলবাড়ী ইউনিয়নের বোডহাট, মিয়াপাড়া বাজার, ঠাকুরপাঠ বাজার, বালারহাট, কাশিপুর বাজার, বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ী, বড়ভিটা বাজার ও শাহ বাজার হয়ে ক্যাম্পেইনটি আবারো উপজেলায় এসে শেষ করে।
তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধিমালার বিধি-৩ অনুযায়ী ১০০ জন মানুষকে ফরম ”ক” কিভাবে পূরণ করতে হয় এক্টিভিস্তা সদস্যরা তা হাতে কলমে শিখাতে সহযোগিতা করেন।
উক্ত ক্যাম্পেইনে একশনএইড বাংলাদেশ এর ইন্সপিরেটর জিনাত রহমান মেলোডী, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.