
নিউজ ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে সরকারি ক্যাডাররা এখন কন্ট্রাক্ট কিলিং, টার্গেট কিলিংয়ে মেতে আছে।
রোববার (১৮ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, বর্তমান শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক ধিকৃত হয়ে রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থার সৃষ্টি করে সহিংসতা আর হত্যাকেই শ্রেষ্ঠ সমাধান হিসেবে মনে করছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সমালোচনা করে বিএনপিনেতা রিজভী বলেন, সন্ত্রাসকে জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলে মনে করছে তারা। হত্যা, জখম করে কদিন পর আবার আরেকটি খুন-জখমের জন্য উন্মাদ হয়ে ওঠে তারা। অবৈধ সরকারের দুঃশাসনের প্রোডাক্ট হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। সন্ত্রাস তাদের মানসিক ব্যাধি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ক্যাডার বাহিনীর নিপীড়ন-নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। দেশ থেকে ভোট, পার্লামেন্ট, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়ে গেছে। যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার সংগ্রাম করছে তারা দুর্দিনের মধ্যে দিনযাপন করছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, দুইদিন আগে জামালপুরের বকশিগঞ্জে আওয়ামী লীগের নেতা মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। একদিকে সরকারি ক্ষমতা, অন্যদিকে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার ভাই হওয়ায় বাবু চেয়ারম্যান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। মৃত্যু যেন তার কাছে খেলা।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, আব্দুস সাত্তার পাটোয়ারী, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.