
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন।
আজ সোমবার (১৯জুন) দুপুর ১২টায় তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন এর আয়ােজনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে উপজেলার পুরো সাংবাদিক সমাজ এ দাবি জানান।
একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকারীদের বিচারের দাবিও জানানাে হয়। তজুমদ্দিন প্রেসক্লাব এর সভাপতি রফিকুল ইসলাম সাদীর সভাপতিত্বে তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন ও তজুমদ্দিন প্রেসক্লাব, তজুমদ্দিন মডেল প্রেসক্লাব ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য সাদীর হোসেন রাহিম এর সঞ্চালনায় মানববন্ধন এ বক্তব্য রাখেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাদী, তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, তজুমদ্দিন লাইভ নিউজ এর প্রধান সম্পাদক এইচ এম হাছনাইন।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজ বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা করে। তারা চায় হামলা করে সাংবাদিকদের লেখা বন্ধ করতে। কিন্তু কোনোে পেশাদার সাংবাদিক কখনােই দুস্কৃতিকারীদের হামলায় ভয় পায় না। নাদিম ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ণ সাংবাদিক। বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সংবাদ করায় তার নেতৃত্বে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার বিচারে আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.