
জাবির আহম্মেদ জিহাদ ,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামে প্রবল গতিতে বাতাসে বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।এতে উপজেলায় প্রায় শতাধিক ঘরের চাল বাতাসে উড়ে নিয়ে যায়।
রবিবার (১৮ জুন) বিকাল সাড়ে চারটার দিকে প্রচন্ড বেগে বাতাস আসে ইসলামপুরে।এতে সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতি হওয়া সহ বেশ কয়েকটা বৈদ্যুতিক খুঁটি উল্টে যায়। এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টা সময় ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বাতাস উঠে।এতে প্রায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এ দুদিনে বাতাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার কাঁচিহারা,লাওদত্ত,নটরকান্দা,ভেঙ্গুরা,উলিয়া,গুঠাইল,চিনাডুলী এবং গঙ্গাপাড়া গ্রামে।
কাঁচিহারা গ্রামের বাসিন্দা টুল্লু মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির ঘর বাতাসে উড়ে নিয়ে যায়।তিনি বলেন আমার সহায় সম্বল বলে কিছুই থাকলো না।আগে কম বেশি যায় থাকুক ছিলো এখন আমার কিছুই নেই।আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়লাম। টুল্লু মন্ডলের ছেলে সাখওয়াত হোসেন বলেন- আমাদের পরিবার অসহায়দের সারিরে। আমাদের ঘরটা বাতাসে উড়ে নিয়ে যাওয়াতে আমরা অনেক বিপদের মধ্যে আছি।চেয়ারম্যান সাহেব যাদের ঘর ভাঙ্গে নাই তাদেরকে অনুদান দিচ্ছে।কিন্তু আমাদের ঘর ভেঙে যে একেবার চুরমার আমরা এখন পর্যন্ত কোনো সাহায্য পাইনি।আমাদের পরিবারকে সাহায্য দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
ইসলামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরি বলেন- আমি ক্ষতিগ্রস্থ অনেক পরিবার পরিদর্শন করেছি।কিছুদিন আগে ৯০০ পরিবারকে ২০,০০০ করে টাকা বিতরণ করা হয়েছে।আবারও যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সাহায্য দিবে সরকার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.