
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আজ রবিবার (১৮ জুন) সিরাজগন্জের বেলকুচি চৌহালীতে বেতিল আজুগড়া ফুটানি মার্কেটে অবস্থিত সিরাজগন্জ জেলা সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর অফিসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সিরাজগন্জ জেলা সার্চ মানবাধিকার সোসাইটি-এর সিরাজগন্জ জেলা কমিটি গঠনের লক্ষে এক আলোচা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহা পবিত্র কোরআনুল কারীম তেলোয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে মোঃ শহিদুল ইসলাম সাহেল কেন্দ্রীয় উপ-পরিচালক ও বেলকুচি চৌহালী উপজেলা শাখা সম্মানিত সভাপতি আরও উপস্থিত ছিলেন অত্র সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও বেলকুচি চৌহালী শাখার সমস্ত কার্যকরী সদস্যগন উপস্থিত ছিলেন।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি সাপেক্ষে সিরাজগন্জ জেলা কমিটির পদবীসহ নামের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত কমিটির উপদেষ্টা হলেন, ১.ওয়ারেন্ট অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক (অবঃ) ২.মোঃ শহিদুল ইসলাম (মাষ্টার)৩. সার্জেন্ট মোঃ শাহীন আক্তার (অবঃ) ।


প্রকাশিত কমিটির সদস্যরা হলেন, ১.আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী বীর (অবঃ) সভাপতি। ২.সার্জেন্ট মোঃ আকতার হোসেন (অবঃ) সিনিয়র সহ-সভাপতি। ৩.সাংবাদিক মোঃ রেজাউল করিম সহঃ সভাপতি -১ ৪.সার্জেন্ট মোঃ রজব আলী (অবঃ) সহঃ সভাপতি -২ ৫. সাংবাদিক ল্যান্স কর্পোরাল মোঃ শহিদুল ইসলাম খান এসি (অবঃ) সাধারণ সম্পাদক। ৬.মোঃ রাশেদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক। ৭.সাংবাদিক মোঃ সোহরাওয়ার্দী সাংগঠনিক সম্পাদক। ৮.মোঃ বুদ্দু শেখ সহঃ সাংগঠনিক সম্পাদক। ৯.সাংবাদিক ডাক্টার মোঃ রুহুল আমিন কোষাধ্যক্ষ। ১০. মোঃ আল আমিন হক সহঃ কোষাধ্যক্ষ। ১১.ত্র্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক। ১২.মোঃ রাজীব পি কে সহঃ আইন বিষয়ক সম্পাদক। ১৩.সাংবাদিক মোঃ মনছুর হেলাল দপ্তর বিষয়ক সম্পাদক। ১৪. ইন্জিনিয়ার মোঃ শাহীন রেজা সহঃ দপ্তর বিষয়ক সম্পাদক। ১৫. আলহাজ্ব মোঃ বাহাদুর আলী সরকার সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। ১৬.মোঃ হযরত আলী মোল্যা সহঃ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। ১৭.কর্পোরাল মোঃ আব্দুল আলীম সরকার (অবঃ) যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক। ১৮.কর্পোরাল মোঃ মজাহারুল ইসলাম (অবঃ) ভূমি বিষয়ক সম্পাদক। ১৯.মোঃ শাহীন রেজা শিক্ষা বিষয়ক সম্পাদক। ২০.মোঃ রাকিব শেখ যুবায়ের সাংকৃতি বিষয়ক সম্পাদক। ২১.মোঃ নুরআলম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। ২২.মোঃ খলিলুর রহমান মোফাজ্জল সাবেক মেম্বার তদন্ত বিষয়ক সম্পাদক। ২৩.মোঃ সোহেল রানা সহঃ তদন্ত বিষয়ক সম্পাদক। ২৪.মোঃ শফি উদ্দিন শ্রম বিষয়ক সম্পাদক। ২৫.মোঃ রন্জু সরকার সহঃ শ্রম বিষয়ক সম্পাদক। ২৬.সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম মানবাধিকার বিষয়ক সম্পাদক। ২৭.সাংবাদিক মোঃ আতিকুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২৮.মোঃ বুলবুল শেখ মালেএশিয়া প্রবাসী সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২৯.সাংবাদিক মুফতী মোঃ হারুনারশিদ হাবিবুল্লাহ ধর্ম বিষয়ক সম্পাদক। ৩০.হাফেজ মাওলানা মোঃ শাহাদাত হোসাইন সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক। ৩১.সাংবাদিক মোছাঃ হুমাইরা প্রামানিক মহিলা বিষয়ক সম্পাদক। ৩২.মোছাঃ খাদিজা আক্তার সহঃ মহিলা বিষয়ক সম্পাদক। ৩৩.সাংবাদিক মোঃ কামরুল ইসলাম সাদ্দাম অপরাধ বিষয়ক সম্পাদক। ৩৪.ডাক্টার মোঃ ফেরদৌস আলী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। ৩৫.মোঃ নুরুজ্জামান খাঁ তথ্য বিষয়ক সম্পাদক। ৩৬.মোঃ শফিকুল ইসলাম পরিবেশ বিষয়ক সম্পাদক। ৩৭.মোঃ মোতালেব হোসেন সহঃ পরিবেশ বিষয়ক সম্পাদক। ৩৮.মোঃ সেলিম রেজা প্রচার সম্পাদক। ৩৯.মোঃ জহির উদ্দিন খাঁ সহঃ প্রচার বিষয়ক সম্পাদক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.