
হিরন মিয়া, কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধি:
কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের বাসিন্দা রেজিয়া আক্তার। বয়স সত্তরেরও বেশি। স্বামী-সন্তান কেউ নেই। বসতভিটেটুকু ছাড়া নেই কোনো জায়গা-জমি। এলাকার মানুষের দেওয়া সহায়তায় তিনি জীবনযাপন করে আসছিলেন জরাজীর্ণ একটি টিনশেড ঘরে।
দীর্ঘদিন যাবত ভোগছেন বার্ধক্যজনিত নানারকম রোগে। গত ১৫ জুন তার মাথাগোঁজার ঠাঁই ঘরটি ঝড়ে ভেঙে ফেলে দেয়। বিষয়টি জানার পর অত্যন্ত মানবিক ও কর্মঠ কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল অসহায় রেজিয়া আক্তারের খোঁজ নিতে মঙ্গলবার (২০ জুন) বিকেলে সাগুলী গ্রামে ছুটে যান।
এ সময় তিনি রেজিয়া আক্তারের হাতে চাল, ডাল, তেল, সেমাইসহ খাদ্যসমগ্রী তুলে দেন এবং সরকারি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। ইউএনও কাবেরী জালাল মহোদয়ের এমন মহৎ কাজে খুবই খুশি এলাকার লোকজন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.