সম্পাদক

হিরন মিয়া,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনা কেন্দুয়ায় সন্ত্রাস- জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ও ওলামাগনের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে জুন সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার রেজুওয়ানুল হকের সভাপতিত্বে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম আকন্দের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন, মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম আহমদ শফী, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন বলেন, ইসলাম কখনো সন্রাস ও জঙ্গিবাদ, মানুষ হত্যা করার হুকুম দেয় নাই। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিন, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।