সম্পাদক

জীবনটাকে গড়ো

লেখক-কে.এম আব্দুল্লাহ’র

গড়তে হবে জীবনটাকে দ্বীনি বিধান মেনে,

সঠিক পথে সঠিক রথে চলবে সবি জেনে।

নেশাদ্রব্য দূরে রেখে চলবে তোমরা সবে,

শান্তি পাবে এপাড় ওপাড় সুখে সদা রবে।

শ্রদ্ধা করবে বড়দেরকে সবাই বাসবে ভালো,

চোখের পর্দা রক্ষা করে দূর করে নাও কালো।

কোরআন মেনে হাদিস মেনে জীবন পানে চলবে,

হতে পারবে জগত্‍ সেরা সত্যি কথা বলবে।

চরিত্রকে রক্ষা করো সত্‍ পথে চলো,

সবার সাথে সকল সময় ন্যায়ের কথা বলো।

লেখক-কে.এম আব্দুল্লাহ’র

পাঠিয়েছেন- জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি