
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক-পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামের আলম হোসেনের ছেলে মাসুদ রানা (২১)
মামলা সূত্রে জানা যায় ওই ছাত্রী মালিদহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আসামি মাসুদ রানা দীর্ঘদিন ধরে তাকে প্রেমের কু-প্রস্তাব দিয়ে আসছে এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয়ে সে গত ১৯ জুন রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী তার ঘরে পড়তে বসেছিল। মেয়েটির মা রাতের খাবার নিয়ে তার বাবার প্বার্শবর্তী রাইচ মিলে দিতে গেলে মা-বাবা দুজনে বাড়িতে না থাকার এই সুযোগে মাসুদ রানা ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ওই ছাত্রী চিৎকার করলে আশেপাশের মানুষ সহ তার মা-বাবা ছুটে আসলে মাসুদ রানা পালিয়ে যায়।
পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদলতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে আরো জানান ভুক্তভোগী ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.