
ফুলবাড়িয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষিই সমৃদ্ধি স্লোগানের আলোকে মৌসুমে উফশী জাতের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণ করা হয়েছে। ৯শ ৫০ চাষীর মধ্যে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সেই সাথে ৩০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয় বলে জানায় উপজেলা কৃষি অফিস।মঙ্গলবার (২০ জুন) উপজেলা পরিষদের সামনে বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব-আল-রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.