
আজ মঙ্গলবার (২০ জুন) বিকেল চারটায় ভােলা সরকারি
স্কুল মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজকে হারিয়ে ভােলা সরকারি কলেজ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন।
উক্ত ফুটবল টুর্নামেন্টে মাঠের চারপাশে কানায়-কানায় ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে ভােলা সরকারি কলেজ ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজ একে অপরের দিকে আক্রমণের পর আক্রমণ চালিয়ে গেলেও কোনভাবেই কেউ কাউকে পরাজিত করতে পারছিলাে না।
হঠাৎ করে বাংলাবাজার ফাতেমা খানম কলেজের খেলোয়াড়দের পা থেকে ভােলা কলেজের গােলরক্ষকের জালে বল ঢুকে এক গােলে এগিয়ে যায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজ। ৩০ মিনিট অতিবাহিত হওয়ার সাথেই রেফারির বাশির আওয়াজে শেষ হয় খেলার প্রথমার্ধ।
এরপর বিরতি শেষে দ্বিতীয়ার্ধের খলা শুরু হতেই বাংলাবাজার ফাতেমা খানম দিকে আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে ভােলা সরকারি কলেজের খেলােয়াড়রা। কোনভাবেই ভোলা সরকারি কলেজ গোল করতে না পেরে একপর্যায়ে হতাশা নেমে আসে তাদের খেলােয়াড়দের মাঝে।
এরপরেও হাল ছাড়িনি ভোলা সরকারি কলেজ।।
অবশেষে খেলা সমাপ্তি ঘটার ৩ মিনিট আগে ভােলা সরকারি কলেজের খেলােয়াড়দের পা থেকে বল চলে যায় বাংলাবাজার ফাতেমা খানম কলেজের গােলরক্ষকের জালে।
মুহুর্তের মধ্যে রেফারির বাঁশির শব্দে পুরাে ৬০ মিনিটের খেলার সমাপ্তি ঘটে।
এত করে ১-১ গোলে খেলার ফলাফল ড্র হলেও ট্রাইবেকার গিয়ে ভােলা সরকারি কলেজের ষ গােলরক্ষকের অসাধারণ দক্ষতা উন্নয়ন নৈপূর্ণতার মধ্য
চ্যাম্পিয়ন শিরােপা অর্জন করেন ভােলা সরকারি কলেজ।
খেলা শেষে ফুটবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী ভােলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তােফায়েল আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা প্রশাসক মােঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথি ভােলা পুলিশ সুপার মােহাম্মদ সাইফুল সইসলাম, বিপিএম, পিপিএম,
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভােলা সরকারি কলেজ ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ বিভিন্ন রাজনেতিক সংগঠনের নেতৃবৃন্দ ও দূর-দূরান্ত থেকে আসা দুই কলেজের শিক্ষার্থীসহ ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।
এরপর অনুষ্ঠানের সভাপতি ভােলা জেলা প্রশাসক
মােঃ তৌফিক-ই-লাহী চৌধুরী ও বিশেষ অতিথি ভােলা
পুলিশ সুপার মােঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় চ্যাম্পিয়ন ট্রিফির সাথে প্রাইজমানি হিসাবে তুলে দেয়া হয় ২৫ হাজার টাকার চেক ও রানার্সআপ ট্রফির সাথে দেয়া হয় ১৫ হাজার টাকার চেক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.