ওমর ফারুক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে আজ বুধবার (২১ জুন, ২০২৩) ভোলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল বক্তাদের বক্তদের বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। বক্তাদের বক্তব্যে বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় জনাব তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা, প্রেসক্লাবের সভাপতি জনাব এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জনাব মোঃ শফিকুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।