
নিউজ ডেস্কঃ
রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও রেজা কিবরিয়া ভালোভাবে চিনে না, নামও বলতে পারবে না। ৫৪ জেলা কমিটির ১০ জনকে চিনে কিনা সন্দেহ!
মঙ্গলবার (২০ জুন) ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন নুরুল হক নুর।
নুর বলেন ''গত পৌনে ২ বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি। ২০ টা প্রোগ্রামেও ছিলো না। গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন/ভ্রতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবি অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোন ভূমিকা নাই।''
তিনি আরও বলেন, ''সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গুছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখে না।
বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেসরিলিজ দিলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।''
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.