সম্পাদক
মোঃ কামাল হোসেন,আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে অদ্য ২২ জুন বেলা ১১:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার সকল ব্যাংকের ম্যানেজার, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, জেলার সকল পশুহাটের ইজারাদার, সকল মার্কেট পরিচালনা কমিটি ও বণিক সমিতির নেতৃবৃন্দ, জুয়েলারি সমিতির নেতৃবৃন্দের সাথে আইন-শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), জনাব এইচ.এম গোলাম রাব্বি, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, ডিএসবি, জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা, জনাব মোহাম্মদ আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ ওলিউজ্জামান, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ ও চুয়াডাঙ্গা জেলার সকল ব্যাংকের ম্যানেজার, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সদস্যবৃন্দ, জেলার সকল পশুহাটের ইজারাদার, সকল মার্কেট পরিচালনা কমিটি, বণিক সমিতি এবং জুয়েলারি সমিতির সদস্যবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

