
নিউজ ডেস্ক:
চীনের উত্তর পশ্চিম প্রান্তের শহর ইনচুয়ান। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ নাগাদ সেখানে একটি রেস্তোঁরায় ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে ওই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে গোটা রেস্তোঁরায় আগুন লেগে যায়।
বিস্ফোরণের সময় ওই রেস্তোঁরায় বহু মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনায় অন্তত ৩১জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাদের। ঘটনাস্থলেই অন্তত সাতজনের চিকিৎসা চলছে, এমন ছবি চীনের সরকারি সংবাদসংস্থার ফুটেজে দেখা গেছে। আহতদের শরীর পুড়ে এবং কেটে গেছে। আরো কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ওই রেস্তোঁরায় পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপেই ফুটো হয়ে যায় বলে স্থানীয় কমিউনিস্ট পার্টির কমিটি জানিয়েছে। চীনের টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোঁরার সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোঁরার পরিকাঠামোর দিকে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। খবর: ডিডব্লিউ, রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.