ওমর ফারুক

মো. হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা সদর নতুন বাজারে প্রতিদিন বোরকা,অটো, মাহিন্দ্র চালকদের থেকে চাঁদাবাজি করে আসছে কিছু অসাধু অজ্ঞাত নেতা‌।

গত ২১ শে জুন ভোলা সদর উপজেলার নতুন বাজারে ঘটে যায় এক অপ্রতিকর ঘটনা। সেখানে দেখা যায় যে, এক অসাধু নেতা বোরকা,অটো চালকদের কাছ থেকে চাঁদা চাইলে বোরাক চালকরা চাঁদা না দেওয়ায় তাদেরকে শারিরীক ও মানুষিক ভাবে লাঞ্চিত করে।
এমনকি তাদের বোরাক,অটোর চাকা ধারালো অস্ত্রের আঘাতে কেটে দেওয়া হয় ।

গত ২১-০৪-২০২২ সালে মহামান্য হাইকোর্ট রিট জারি করেছেন যে, টার্মিনাল ব্যতিরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল বা চাঁদাবাজি না করার জন্য সকল সিটি কর্পোরেশন ও সকল পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-এর উক্ত নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়।

কিন্তু সেই জারিকৃত রিট কে অমান্য করেই চলছে ভোলা জেলার সকল পৌরসভায় ও উপজেলায়।
এতে ক্ষুব্ধ হয়ে বোরাক, অটোর মালিকরা মেয়রের কাছে তাদের এই নির্যাতনের বিচার দাবিতে অভিযোগ দায়ের করেন বলেন, আমরা মেয়রের সু-দৃষ্টি কামনা করছি। আমরা আশাবাদী অতি দ্রত বোরাক,অটো চালকরা এই অত্যাচার ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাবে।