ওমর ফারুক

হিরন মিয়া কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়ন এর সাগুলী গ্রামে অসহায় রেজিয়ার বসতভিটেটুকু ছাড়া নেই কোন জায়গা-জমি এমনকি স্বামী-সন্তানও।

এলাকার মানুষের সহায়তায় জীবনযাপন করছিলেন একটি জরাজীর্ণ টিনশেড ঘরে। গত ১৫ জুন তার এই টিনশেড ঘরটিও ঝড়ে ভেঙে ফেলে।

বিষয়টি জানার পর অত্যন্ত মানবিক ও কর্মঠ কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল অসহায় রেজিয়া আক্তারের খোঁজ নিতে মঙ্গলবার (২০ জুন) বিকেলে সাগুলী গ্রামে ছুটে যান।

এ সময় তিনি রেজিয়া আক্তারের হাতে চাল, ডাল, তেল, সেমাইসহ খাদ্যসমগ্রী তুলে দেন এবং সরকারি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

এরই দ্বারা বাহিকতায় আজ ২৩ জুন সকাল ১১:০০ সরকারি সহায়তা টিন নিয়ে রেজিয়ার বাড়িতে ছুটে যান মানবিক ইউএনও কাবেরী জালাল। তিনি স্থানীয় লোক ও চেয়ারম্যান মহোদয়কে বলেন ঘরটি সুন্দর করে তৈরি করার জন্য। এজন্য যতটুকু সার্বিকসহযোগী প্রয়োজন এমনকি আগামী রবিবার নগদ অর্থ প্রধান করবেন বলেও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ১১নং চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনামুল কবির খান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শাহজান মিয়া, ইউপি সদস্য আব্দুল হান্নানসহ একালার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। ইউএনও কাবেরী জালাল মহোদয়ের এমন মহৎ কাজে খুবই খুশি এলাকার লোকজন।