সম্পাদক

জাবির আহম্মেদ জিহাদ, (জামালপুর) ইসলামপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার প্রধান নদী যমুনা সহ শাখা নদী বলিয়াদহ,মহারানী,কুয়াকাটা সকল নদীতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও প্রবল বর্ষনের ফলে পানিতে সয়লাব হচ্ছে নদী সমূহ।

গত এক সপ্তাহ হতে নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।উপজেলার শিংভাঙ্গা,উলিয়া,করির তাইর,হারগিড়া,কুলকান্দি,বেলগাছা গ্লামের নিচু জমিতে পাট,কাঊন ইত্যাদি ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিমাপক আঃ মান্নান বলেন, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে ১১সেমি পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার কাজলা গ্রামে বন্যা পানির জোড় বৃদ্ধিতে নদী ভাঙন দেখা দিয়েছে।এতে অনেক বাড়িঘর যমুনায় বিলিন হচ্ছে।

উপজেলা নির্বাহী আফিসার তানভির হাসান রোমান জানান বন্যায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।আশ্রয় কেন্দ্র ও ত্রাণ সাহায্য প্রদানে কোনো অসুবিধা হবে না।প্রশাসন বন্যা এবং ভাঙনের বিষয়ে অবগত আছেন বলে জানান।