সম্পাদক
হিরন মিয়া, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার রাসায়নিক সার ও আমন ধানবীজ বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এ বিতরণ কাজের উদ্বোধন করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া।
পরে প্রত্যেক কৃষকের হাতে সরকারি প্রণোদনার ৫ কেজি করে আমন ধানবীজ, ১০ কেজি করে ডিওপি ও এমওপি রাসায়নিক সার তুলে দেন প্রধান অতিথি এমপি অসীম কুমার উকিল।
এ সময় সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

