
ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, ' পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ অর্জনে যে চেতনা আমাদের তাড়িত করেছিলো, সেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোন আপোষ নয়। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারলেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যতদিন দেশকে পরিচালনা করবে ততদিন বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে '।
বৃহস্পতিবার (২২ জুন) সামাজিক সংগঠন '৭১ এর চেতনা'র বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় উপাচার্য আরো বলেন, ' মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো অবস্থানে থাকায় বিগত দিনে নানাভাবে আমাকে টার্গেট করা হয়েছে। সরকারকে বিব্রত করতে এখনো আমার অবস্থানকে বিতর্কিত করতে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিরা তৎপর।তবুও যত কষ্টই হোক আমি তাদের কাছে মাথা নত করবো না '।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সামাজিক সংগঠন খ্যাত '৭১ এর চেতনা'র নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে বিশ্ববিদ্যালয়টির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বাকি বিল্লাহ। ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে একই সেশনের শিক্ষার্থী মোঃ শওকত হোসেনকে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য হলেন মেহেরাব আহমেদ জয়,শাহাদাত হোসেন, মোঃ ইরাজ রব্বানী, নওরিন নূর তিশা,নায়েব জাকারিয়া প্রমুখ। কমিটি গঠন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.খোরশেদ আলম, ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, সাংবাদিক শফিক মুন্সি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.