ওমর ফারুক

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) ইসলামপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় কমেছে যমুনা নদীর পানি।ফলে উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

গত ২৪ ঘন্টায় ইসলামপুরে যমুনার পানি ৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিমাপক আঃ মান্নান বলেন- যমুনার পানি বিপদসীমার নিচে রয়েছে।ফলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।পানি কমা অব্যাহত থাকবে।

বাংলাদেশের জনপ্রিয় মাসিক পৃথীবি” পত্রিকার সম্পাদক ড.সামিউল হক ফারুকি আজ (শনিবার) বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন করেন।তিনি ইসলামপুর উপজেলার বন্যাদুগর্ত সাবধরী এলাকা ঘুরে ঘুরে দেখেন।

উল্লেখ্য,ড.সামিউল হক ফারুকি জামালপুর-২ ইসলামপুর আসনের এম.পি প্রার্থী।তিনি গ্রাম বাসির কাছে দোয়া চেয়েছেন।

উক্ত ভ্রমণে ড. ফারুকির সাথে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন,নন্দনের পাড়া দাখিল মাদরাসার শিক্ষক আবু মূছা,ইকরা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম,যমুনা সাহিত্য পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ,পরিচালক দেলোয়ার হোসেন বিপুল,সাধারণ সম্পাদক জুনাইদ আল হাবিব জিহাদ প্রমুখ।