
ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি।
গত রবিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শুক্রবার (২৩ জুন) পূর্বাহ্ন থেকে আগামী ৩ বছরের জন্য সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমিকে চেয়ারম্যান-এর দায়িত্বপালনের জন্য এ নির্দেশনা প্রদান করা হলো। তিনি দর্শন বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন।
নবনিযুক্ত বিভাগীয় প্রধান শাহানাজ পারভীন রিমি বলেন, আমার পূর্বে আরও ২ জন্য সম্মানিত সহকর্মী সফলভাবে তাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
তাদের এবং আমার অন্যান্য সকল সহকর্মী ভাইবোনদের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে সর্বোপরি বিভাগের সকল শিক্ষার্থীদের সহযোগিতার মধ্য দিয়ে এই বিভাগের গৌরবের এবং সাফল্যের যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সেটা বজায় রাখতে পারবো বলে আশা করি। সর্বোপরি বিভাগের সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।
সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ১৭ এপ্রিল ২০১৯ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালের ২৯ জুন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.