
মো. আলমগীর হোসেন, বাগমারা প্রতিনিধি:
বাগমারা প্রতিনিধি রাজশাহীর বাগমারায় সামাজিক বনায়নে সাথে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক প্রদান করা হয়েছে।
উপজেলার কাচারী কোয়ালীপাড়া এবং দ্বীপপুর ইউনিয়নের ২৪ জন উপকারভোগীর মাঝে সামাজিক বনায়নের লভ্যাংশের চেক প্রদান উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা বনবিভাগের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সুবিধাভোগীদের মাঝে চেক তুলে দেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বন কর্মকর্তা জোনাব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু প্রমুখ।
অনুষ্ঠানে ২৪ জন উপকারভোগীর মাঝে ৩ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.