
মোঃ আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক কমিটির সাংবাদিকবৃন্দের সাথে বেলকুচি থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন সোমবার সকালে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন "বাংলাদেশ প্রেস ক্লাব" যার রেজিষ্ট্রেশন নং- ৯৮৭৩৬/১২, এর বেলকুচি শাখার আহবায়ক সিএনএন বাংলা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ সমাচারের সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ রেজাউল করিম, যুগ্ম আহবায়ক দৈনিক এই আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ কেরামত আলী তালুকদার, যুগ্ম আহবায়ক, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার বেলকুচি প্রতিনিধি ও দৈনিক আমার সুন্দর দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ রুহুল আমিন, সদস্য সচিব দৈনিক অন্য কন্ঠ ও বঙ্গ টিভির বেলকুচি প্রতিনিধি মোঃ সোলায়মান হোসেন রাজু, সাংগঠনিক সদস্য, দৈনিক বর্তমান দেশ বাংলা পত্রিকার বেলকুচি প্রতিনিধি আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য আলহাজ্ব সার্জেন মোঃ আইয়ুব আলী,বীর (অবঃ) মোঃ সোহরাওয়ার্দী দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি, ল্যাঃ কর্পোরাল মোঃ শহিদুল ইসলাম খান এসি (অবঃ) স্টাফ রিপোর্টার দৈনিক আমার সংগ্রাম স্টাফ রিপোর্টার দৈনিক ঢাকার টাইম মোঃ মনিরুল ইসলাম দৈনিক নাগরিক ভাবনা এর সিরাজগঞ্জ প্রতিনিধি, মোঃ বুদ্দু সেখ দৈনিক ক্রাইম তালাশ বেলকুচি প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ওসি খাইরুল বাশার এর সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ আহসানুজ্জামান। এ সময় ওসি খাইরুল বাশার বেলকুচি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি শাখার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.