
মো. কামাল হোসেন, আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও তার সহধর্মিণী জনাব ফরিদা ইয়াসমিন, সভানেত্রী, পুনাক, চুয়াডাঙ্গার ঐকান্তিক প্রচেষ্টায় চুয়াডাঙ্গা পুনাক ও জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অদ্য ২৭.০৬.২০২৩ খ্রিঃ বেলা ১৩:০০ ঘটিকায় পুলিশ লাইন্সে জেলার সকল পুলিশ ও সিভিল সদস্যদের ঈদ শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব এইচ.এম গোলাম রাব্বি, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, ডিএসবি, সকল অফিসার ইনচার্জগণ, আরআই, পুলিশ লাইন্স, টিআই(প্রশাসন), ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর এবং সকল ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.