ওমর ফারুক

মোঃশাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় নিষেধাজ্ঞাঅমান্য করে মাছ ধরায় সময় (২৬ জুন) সন্ধ্যায় বনরক্ষীরা একটি ফিশিংট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে।

এসময় তিনটি জাল ও ২ বোতলকীটনাশক জব্দ করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে ২৭ জুন সকালে একটিমামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় স্মার্টটীমের সদস্যরা নিয়মিত টহলকালে সোমবার সন্ধ্যায় দুবলারচরের মাঝেরকিল্লা খালে কীটনাশক দিয়ে মাছধরারত অবস্থায় একটি ফিশিং ট্রলারসহ১৪ জেলেকে আটক করে।

এ সময় বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে তিনটিমাছ ধরা জাল ও দুই বোতল কীটনাশক জব্দ করে।

আটক জেলেরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলমসরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার(৩৫), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), একই গ্রামের আ. হান্নান(৩৫), বড় আন্দারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), মোরেলগঞ্জউপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার (৪৮), ফাসিয়াতলা গ্রামেরবিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুবহাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশালগ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামেরআ. ছত্তার (৫০) ও পাটরপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)।

এব্যপারে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ)শেখ মাহবুব হাসান জানান, আটকৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরকরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।