
বিজয় কর রতন মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-
পবিএ ঈদুল আযাহা উপল,কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বাসী সহ দেশ- বিদেশের অবস্থানরত, মুসলিমউম্হার সকল মুমিন মুসলমানকে,ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মিঠামইন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া।
তিনি এক শুভেচ্ছা বার্তায় লিখেন ঈদুল আযাহা বয়ে আনে অনেক আনন্দ, পরিহার করে দেয় সকল অশুদ্ধতা।মুছে দেয় দূরত্বতা,মিলেমিশে হয়ে যায় সবাই একাকা।
এই গৌরব বান্বিত দিবসটির শুনাম অক্ষুণ্ন রাখতে,ভ্রান্তিত্ব বোধ বজায় রেখে হিংসা,বিদ্বেষ, পরনিন্দা ভুলে,স্রষ্টার সান্নিধ্যের আশায়,নিজেকে মনোনিবেশ করি সবাই।
পরিশেষে সকলকে ঈদ মোবারকবাদ জানিয়ে সবার মুক্তি কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেন তিনি।
ঈদুল আযাহার বয়ে আনুক সবার জীবনে সুখ আর শান্তি, দূর হোক প্রতিটি মানবের দুঃখ দুর্দশা, আর বেদনার দিন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.