ওমর ফারুক

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) ইসলামপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের জামালপুর,নেত্রকোণা এবং সদর জেলার রোভার সদস্যদের নিয়ে “দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স” অনুষ্ঠিত হয়।

গত ২০-২৪ জুন টানা ৪ দিন এই প্রশিক্ষণ সুন্দরভাবে সম্পন্ন হয়।তিন জেলার সর্মমোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।

জামালপুর জেলা থেকে উক্ত কোর্সে ৮ জন রোভার সদস্য প্রশিক্ষণ নেন।সরকারি ইসলামপুর কলেজের সিনিয়র রোভারমেট মাহমুদুর রহমান মাহিন জামালপুর জেলা রোভার সদস্যদের নেতৃত্ব দেন।

প্রশিক্ষণ কোর্স আয়োজন করেন সমাজ নির্ধারিত ও স্বাস্থ্য বিভাগ বাংলাদেশ স্কাউট।তিন জেলার কোর্স লিডার হিসাবে নেতৃত্ব দেন সামসুল হক।মুক্তাগাছা ময়মনসিংহ ছিল প্রশিক্ষণ কোর্সের ভেন্যু।

২৮ জুন (বুধবার) প্রশিক্ষণ প্রাপ্ত রোভার সদস্যদের সাথে সাংবাদিকদের কথা হয়।এ সময় ইসলামপুর উপজেলা স্কাউট লিডার ফারুক হোসেন সুমন , সরকারি ইসলামপুর কলেজের রোভার শিক্ষক সোলাইমান ইসলাম উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ’প্রাপ্ত সরকারি ইসলামপুর কলেজের রোভারমেট মাহমুদুর রহমান মাহিন বাংলাদেশ আমারকে বলেন আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরিক্ষা শেষ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা সম্পন্ন।এখন সম্পূর্ণ ফ্রি আছি।এই ফাঁকে কোর্সটা করে ফেললাম।