
স্টাফ রিপোর্টার:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন মুসল্লিরা।
বুধবার ২৮ জুন মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
দীর্ঘ ১৬ বছর ধরে এ মৌলভীবাজারের সার্টিক হাউস এলাকায় এ জামাত হয়ে আসছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.