
মঞ্জুরুল আলম,স্পোর্টস ডেক্স :
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রোববার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।
শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশে, শেষে ম্যাচটি জিতল ৩-১ ব্যবধানে। এর ফলে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার আশা টিকিয়েও রাখল দারুণভাবে।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রোববার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।
পিছিয়ে পড়া দলকে রাকিব সমতায় ফেরানোর পর এগিয়ে নেন তারিক, শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।
২০০৩ সালের পর সাফে মালদ্বীপকে হারাল বাংলাদেশ, ২০০৯ সালের পর সাফের সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ, এই জয়ে এবার যে সম্ভাবনা এখনও ঠিকে রয়েছে।
আজ মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে লেবানন ও মালদ্বীপের সঙ্গে রয়েছে, শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ,
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.