ওমর ফারুক

আরিফ হোসাইন, ববি প্রতিনিধি

পবিত্র ইদ-উল আজহ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সভাপতি মোঃ হাসিবুর রহমান।
আজ বুধবার (২৮ জুন) এক বার্তায় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সকলকে ইদের শুভেচ্ছা জানান।

সিঙ্গেল থাকুন ভালো থাকুন, ১৪ ফেব্রুয়ারি কে না বলুন, এই স্লোগান কে সামনে নিয়ে ২০১৯ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি গঠিত হয়।

এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি ৪র্থ কমিটি গঠিত হয়। এই কমিটির লক্ষ্য উদ্দেশ্য সিঙ্গেল শিক্ষার্থীদের হারাম রিলেশন থেকে দূরে রেখে সুস্থ সুন্দর ভাবে শিক্ষা জীবন কে উপভোগ করা।

শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি বলেন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ইসলাম ধর্মের অনুসারী মুসলিম উম্মার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদুল ফিতরের পর দুই মাস দশ দিন পর আমাদের মাঝে এসে হাজির হয়েছে জিলহজ মাস। যে মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আযহা।

ঈদুল আজহা বা কোরবানির ঈদ যা আমাদের ত্যাগের মহিমা শিক্ষা দেয়। কারণ কুরবানীর ঈদ যতটানা পশু কুরবানী দেয়ার মাধ্যমে পালিত হয় তার চেয়েও বেশি উত্তম ভাবে আল্লাহর রাস্তায় কুরবানী তথা মনের হিংসা-বিদ্বেষ মনের পশুত্বকে কোরবানি দেওয়া বুঝায়।

তিনি জানান, কুরবানির ঈদ হাসতে শেখায়, ভালবাসতে শেখায়, তাগের মহিমা শেখায়। বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।ঈদ মোবারক!