ওমর ফারুক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভােলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বুধবার, ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

এসব গ্রামের সুরেশ্বের দরবারে পীর ও সাতকানিয়ার অনুসারীরা। প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদু্যাপন করে আসছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় ভোলা জেলার বােরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সেখানে দুই শতাধিক মানুষ জামাতে অংশ নেন। ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা মােঃ মজনু মিয়া। তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসেরহাটে বদলীপুর গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়।

এছাড়া পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় শেষে তারা গরু কোরবানি দেন।

একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে তারা ভীষণ আনন্দিত।