
আশিকুর রহমান, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
'কারো বাবা নেই, কারো মা নেই'- এই ফুটফুটে মায়াবী মুখগুলোর জন্য পথশিশু সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নেত্রকোণা এন আকব্দ কামিল মাদ্রাসা ময়দানে মঙ্গলবার (২৭ জুন) এ পথশিশুদের ঈদের নতুন জামা ও নগদ অর্থ প্রদান করে 'পথশিশু সেবা ফাউন্ডেশন। '
ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে সভাপতি মো: খায়রুল ইসলামের সহযোগিতায় সকল
শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করে। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের কার্যকরী সদস্য মো: হাবীবুর রহমান।
এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: সারোয়ার জাহান, শরীফ আল হাসান,শাহআলম,ডলি বেগম প্রমুখ।
পথশিশু সেবা ফাউন্ডেশনের এই সেবামূলক কাজগুলো সকলের সার্বিক সহযোগিতায় অব্যাহত থাকবে বলে তারা জানান।
উল্লেখ্য যে,পথশিশু সেবা ফাউন্ডেশন অলাভজনক, অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.