
মো. হাসনাইন, ভোলা প্রতিনিধি
ভােলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় নির্খোেজের
পাঁচদিন পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এখনও নিখাঁজ রয়েছেন দুই জেলে।
শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে মেঘনার দক্ষিণে
সাগর মােহনা থেকে মরদেহগুলাে উদ্ধার করা হয়।
সামরাজ মাছ ঘাটের ব্যবসায়ী রিপন এ তথ্য নিশ্চিত
করে জানান, নিহত ও নিখােঁজ সবার বাড়ি চরফ্যাশনে।
তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জানা যায়, গত ২৫ তারিখ ট্রলার নিয়ে সাগরে মাছ
ধরতে যায় ১১ জেলে। ওই দিন সাগর উত্তপ্ত থাকায়
ট্রলারটি ড়ুবে যায়। এতে ১১ জেলে নিখাোঁজ হয়। তবে
নিখোঁজের পরদিন রাঙ্গাবালী থেকে চার জেলেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে
এমন ঘটনা ঘটিয়ে ঝামেলা পড়ার ভয়ে উদ্ধারকৃত চারজন
ট্রলারডুবির বিষয়টি প্রশাসনকে জানায়নি।
তবে নিখোঁজদের স্বজনরা ট্রলার নিয়ে নিজেরাই খোঁজা শুরু
করেন। অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর পাঁচ জনের
মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও দুই জেলে নিখােঁজ রয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.