
জাবির আহম্মেদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলা ইসলামপুর উপজেলার পশ্চিম এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এস.এন.সি আদর্শ কলেজ।যা ২০০২ সালে অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে এলাকার শিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
তবে দূঃখজনক হলেও সত্য যে,নানাবিধ মানুষের ভিন্ন মতাদর্শ,কোন্দল, অব্যবস্থাপনা, ব্যক্তিগত আক্রোশ ও স্বেচ্ছাচারিতার কারণে কলেজটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রয়েছে। কলেজটির কার্যক্রম পুনরায় চালু করার লক্ষে এলাকার শিক্ষিত যুব সমাজ ও এলাকাবাসী মহতি উদ্যোগ গ্রহন করেছে।
দীর্ঘ দশ বছর পর ভঙ্গর কলেজটির ব্যাপারে ঢাকা সহ অত্র এলাকায় ভিন্ন ভিন্ন মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। (৩০ জুন) শুক্রবার বিকাল ০৩:৩০ ঘটিকায় এস.এন.সি আদর্শ কলেজ মাঠ পাঙ্গনে এক জরুরি মত বিনিময় সভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন কর্মসূচিতে দলমত নির্বিশেষে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকা বাসিন্দাগণ কলেজটিকে পুনরায় চালু করার জন্য সুধিজন, প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও সরকারের প্রতিনিধিদের প্রতি সবিনয় অনুরোধ করেন।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস.এন.সি আদর্শ কলেজের এ্যাডহোক কমিটির সভাপতি,বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহজাহান আলী মন্ডল। তিনি তাঁর বক্তব্যে উক্ত কলেজটির সার্বিক মঙ্গল, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
মতবিনিময় ও আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও Fbcci এর পরিচালক পদ প্রার্থী জনাব মো:মোস্তফা আল মাহমুদ মহোদয় কলেজের সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হোন। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক,কৃষাণ ফার্মাভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো:মামুনুর রশিদ মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ছদরুদ্দিন আহমেদ,প্রফেসর রহুল আমিন,আসাদুজ্জামান চেয়ারম্যান,ওসমান গনি সুপার,প্রফেসর মো:সাইদুর রহমান,রমজান আলী মাস্টার, শহিদুল রহমান মাস্টার,মাও:আবুল কাশেম,জিয়া আলী মাস্টার ,ব্যাংকার নজরুল ইসলাম,মোয়াজ্জেম মন্ডল, মিজানুর রহমান মাস্টার,ইঞ্জিনিয়ার:জুয়েল সরকার,জহুরুল মাস্টার,আহসান হাবীব,রফিকুল ইসলাম,আব্দুর রহমান মাস্টার, মনজুর ইসলাম রয়েল, মমতাজউদ্দিন সহ এলাকার দুই শতাধিক শিক্ষা অনুরাগী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও আলোচনা সভাটি পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য মোখলেছুর রহমান,মো:মিজানুর রহমান ও মো:ওয়ারেছ আলী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.