
নিউজ ডেস্ক:
দনেৎস্ক ও লুহানস্কের দখল নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সেনার তীব্র লড়াই চলছে। কিয়েভের দাবি, তারা কিছুটা এগোতে পেরেছে।
দনেৎস্ক ও লুহানস্কে ইউক্রেনের বাহিনী এখন পাল্টা আক্রমণে গেছে। এর ফলেই রুশ সেনার সঙ্গে তাদের তীব্র লড়াই হচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে এখন প্রবল সংঘর্ষ চলছে। রাশিয়া কিছু জায়গায় এগোনের চেষ্টা করছে। তারা কিছুটা এগিয়েছে। আর বাখমুতে এগোনের ক্ষোত্রে আংশিক সাফল্য পেয়েছে ইউক্রেনের বাহিনী।
ক্র্যামাতোর্স্কের রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল। তাতে আহত হয়েছিলেন ইউক্রেনের লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা। নিপ্রোর হাসপাতালে তিনি মারা গেছেন। লেখার জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন।
আগামী সপ্তাহান্তে বাইডেন ইউরোপের তিন দেশে সফর করবেন। তিনি লিথুয়ানিায় ন্যাটোর শীর্ষ বৈঠকে যোগ দেবেন।
তারপর তিনি ফিনল্যান্ড ও যুক্তরাজ্য যাবেন। তার আগে সুইডেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। তার সঙ্গে সুইডেনের ন্যাটোয় যোগ দেয়ার বিষয়টি নিয়ে বাইডেন আলোচনা করবেন। খবর: ডিডব্লিউ, এপি, এএফপি, রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.